ঢাকা ছাড়লেন ভারতীয় সেনাপ্রধান

ঢাকা: দু’দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবির সিং সুহাগ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে তিনি ঢাকা থেকে ভারতের উদ্দেশে রওয়ানা দেন।

এসময় তাকে বিদায় জানান সামরিক সচিব মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণসহ অন্যরা।

এর আগে তিনি মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে হেলিকপ্টারে করে ঢাকায় ফেরেন।

এর আগে, সোমবার (১৫ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে সেনা সদর দপ্তরে বাংলাদেশের সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই সেনাপ্রধান দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করবেন দলবির সিং।

চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭২তম লং কোর্স এবং ৪৩তম স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশন দেওয়া উপলক্ষে এ প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জেনারেল দলবির সিং সুহাগ ২৬তম ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে গত বছরের ৩১ জুলাই দায়িত্বভার নেন।

বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন দলবির সিং সুহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *