ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্টারী গ্রুপের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর এ কর্মসুচীর খবর পেয়ে সোমবার লন্ডন সময় দুপুর থেকেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ শুরু করে যুক্তরাজ্য বিএনপি। পরে বিকেল চারটার দিকে সেখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা পার্লামেন্টে প্রবেশের সময় দাওয়া করে বিক্ষুব্দ বিএনপির নেতাকর্মী। আওয়ামলীগের এক এমপি জয় বাংলা শ্লোগান দিলে বিএনপির নেতাকর্মীরা তাকে ধাওয়া করে এবং এমপিকে লক্ষ্য করে ডিম কলা ও পানির বোতল নিক্ষেপ করে। একপর্যায় পুলিশের বেরিকেট ভেঙ্গে বিক্ষুব্দ জনতা এমপিকে হাতেনাতে ধরে ইচ্ছেমত ধোলাই করে। অবস্থা বেগতিক দেখে জয় পুতুল সহ অন্যান আওয়ামী নেতারা দৌড়ে পালিয়ে পার্লামেন্টের ভিতরে আত্বগোপন করেন। এদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কিছু আওয়ামীলীগের প্রবীন নেতা যুক্তরাজ্যে শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে সফর করতে দিতে জুড় হাতে অনুরোধ করেন।
এদিকে রোববার যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সভায় আমন্ত্রন পেয়েও দুই ব্রিটিশ এমপি রুশনারা আলী ও রুপা হকের যোগ না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নানামুখী গুঞ্জন চলছে কমিউনিটিতে। তবে আমন্ত্রন পেয়েও সভায় যোগ না দেবার বিষয়ে রুশনারা আলীর পক্ষে লেবার পার্টির মিডিয়া এডভাইজার সৈয়দ মনসুর উদ্দীন জানান, রুশনারা আলী লেবার পার্টির ডেপুটি লীডার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একটি নির্ভরযোগ্য সুত্র বলেছে শেখ হাসিনা অনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়াতে তারা প্রধানমন্ত্রীর অনুষ্টানে অংশ নিতে যান নি।
আতিক/প্রবাস