শব্দের চেয়ে দ্রুতগতির পারমাণবিক উৎক্ষেপণ যানের পরীক্ষা চালিয়েছে চীন

শব্দের চেয়ে দ্রুততর গতির পারমাণবিক উৎক্ষেপণ যানের পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
চায়না এমন সময় এই সুপারসনিক পারমানবিক উৎক্ষেপণ যানের পরীক্ষা চালালো যখন দক্ষিণ চীন সাগর নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও পাশ্ববর্তী দেশগুলোর সাথে চীনের সম্পর্কের টানাপড়েন চলছে।
একে ‘চূড়ান্ত রণকৌশল’ বর্ণনা করে বেইজিংয়ের এই পদক্ষেপে ওয়াশিংটন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
এ নিয়ে গত ১৮ মাসে চীনের পিপল’স লিবারেশন আর্মি চতুর্থবারের মতো এই সুপারসনিক পারমানবিক উৎক্ষেপণ যানের সফল পরীক্ষা চালাল।
এই পারমানবিক উৎক্ষেপণ যানের মূল বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম।
উ-১৪ নামের পারমানবিক উৎক্ষেপণ যানের গতি শব্দের গতির চেয়ে ১০ গুণ এবং এর গতিবেগে ঘণ্টায় প্রায় ৭৬৮০ মাইল।
হংকং ভিত্তিক একটি পত্রিকা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আমাদের ভূ-খণ্ডে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা চালানো একটা স্বাভাবিক ঘটনা। আর কোনো দেশকে লক্ষ্য করে এই পরীক্ষা করা হয় না এবং এর কোনো টার্গেট নেই।
ম্যাকাও ভিত্তিক সামরিক পর্যবেক্ষক অ্যান্টনি অং ডং বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে আলোচনার টেবিলে চীনের দরকষাকষির ক্ষমতা বাড়ানোই এই পরীক্ষার উদ্দেশ্য।
সূত্র: পিটিআই

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *