ঢাকা: গ্রীষ্মকালে ত্বকের যত্নে প্রয়োজন ভিটামিন। কিন্তু কিভাবে ত্বক পাবে এ ভিটামিন? এ লেখায় দেওয়া হলো কয়েকটি উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. ফেস মাস্ক
ডিপ ক্লিনজিং মাস্কে যদি ভিটামিন থাকে তাহলে তা ত্বকের জন্য কার্যকর হবে। এ ক্ষেত্রে তা কেনার সময় দেখে নিন।
২. কমলাভিত্তিক হ্যান্ড ক্রিম
কমলাভিত্তিক হাইড্রেটিং হ্যান্ড ক্রিমে থাকতে পারে পর্যাপ্ত ভিটামিন সি। এটি ত্বকের জন্য উপকারী।
৩. সিসি ক্রিম
ত্বকের ভিটামিন সি পাওয়ার আরেকটি উপায় হলো ভিটামিন সি ভিত্তিক সিসি ক্রিম। এটি ত্বকের বেস ক্রিম হিসেবে কার্যকর। সূর্যতাপের ক্ষতি কাটিয়ে উঠতে এটি যথেষ্ট কার্যকর।
৪. লিপ বাম
লিপ বাম ঠোঁট নরম করে এবং ভিটামিন গ্রহণের পথ প্রশস্ত করে।
৫. ভিটামিন সি পানীয়
ভিটামিন সি যুক্ত পানীয় দেহের ত্বকের জন্য যথেষ্ট কার্যকর। এটি দেহকে এনার্জি দেয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।