শিক্ষা পেলে মানুষের চেয়েও নিষ্ঠাবান হয় কুকুর!

ঢাকা: কুকুর এমনতেই বাধ্য, নিষ্ঠাবান। মানুষের আপদে-বিপদে তারা নিঃস্বার্থ বন্ধু হয়ে কাজ করে। আমাদের মনের ভাষা চট করে বুঝে নিতে পারে, তাই তো আমরা অপরাধ জগতের কুকর্ম থেকে নিজেদের বাড়ি পাহারা, সকলেই কুকুরের শরণাপন্ন হয়ে থাকি। কিন্তু তারা এতই নিয়মানুবর্তশীল হতে পারে, উপরের এই ছবি দেখে সত্যিই অবাক হতে হয়।

স্যোশাল মিডিয়া রেডিটে এই ছবি প্রকাশ হয়। সেখানে দাবি করা হয় চীনের পুলিশ ডগ একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয় এইসব কুকুরদের। প্রতিদিন তারা খাওয়ার সময় মুখে থালা নিয়ে সারি করে দাঁড়িয়ে থাকে। এতটাই নিষ্ঠাবান যে তারা সোজা লাইন থেকে এক চুলও নড়েনা।
চীনের এইরকম মন ছুঁয়ে যাওয়া ছবি দেখতে পাওয়া গিয়েছিল ১৯৪০ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে। ফিলল্যান্ডে এক মিলিটারি ক্যাম্পে সারি করে বসে রয়েছে মিলিটারি কুকুর। ঠিক একইরকম মুখে থালা নিয়ে খাওয়ার অপেক্ষায়।
সূত্র: কলকাতা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *