রাজধানী ঢাকার বনানী ফ্লাইওভারে তিন ভাইকে কুপিয়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ওই তিন ভাই।
ছিনতাইকারীদের কোপে আহত ওই তিন ভাই হলেন মো. ওয়াহিদ (৩৯), মো. শাহ আলম (৩৫) ও মো. বাবর (৩২)। এদের মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের ভাই সুলতান শেখ জানান, তাদের বাসা তুরাগের বাউনিয়াবাদে। নীলক্ষেতে তিন ভাই বইয়ের ব্যবসা করেন। লালবাগে তাদের ছাপাখানা রয়েছে। বই ছাপানোর কাজে তিন ভাই রবিবার ছাপাখানায় আসেন। সারারাত কাজ শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে বনানী ফ্লাইওভারে উঠার পর একটি প্রাইভেটকারে করে ৫/জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় তাদেরকে কুপিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আহত দুই ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।