আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে: বিএনপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে দাবি করেছে বিএনপি।
রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি করা হয়।
ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘নারী পুলিশ ধর্ষণের ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।’
তিনি বলেন, সংসদ সদস্য পিনু খানের ছেলে প্রকাশ্যে রাজপথে দু’জন নিরীহ মানুষকে হত্যা করেছে। তারপরও হত্যার ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
রিপন বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। খুনিরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে বা তাদেরকে আড়াল করা হচ্ছে। বিচারহীনতার যে নজির এই সরকার সৃষ্টি করছে তা ভালো বিষয় নয়।’
তিনি বলেন, ‘দেশে জনগণের নির্বাচিত সরকার না থাকায় এসব ঘটনার কোনো জবাব দিতে হচ্ছে না এবং খুনিরা পার পেয়ে যাচ্ছে।’
এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে রিপন বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘সরকার দেশকে যে জায়গায় নিয়ে গেছে এখন শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিলেই সমস্যার সমাধান হবে না, কারণ সরকার দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকেই তছনছ করে দিয়েছে। বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশনসহ সবগুলো সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান সরকার দলীয়করণের মাধ্যমে শেষ করে দিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল, স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *