ভারতের শিলংয়ে উদ্ধার হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ স্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন। শুক্রবার রাতে শিলং থেকে দেশে ফিরেন তিনি। গত ১৭ই মে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে শিলং যান হাসিনা আহমেদ। এরপর সালাউদ্দিন আহমেদকে মুক্ত করতে আইনি প্রক্রিয়া চালান তিনি।
আদালত থেকে জামিন পাওয়ার চারদিনের মাথায় হাসপাতাল ছেড়ে শিলং শহরের একটি কটেজে উঠেন সালাহউদ্দিন আহমেদ। এরপর থেকে স্বামীকে নিয়ে ওই ভাড়াবাড়িতে ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ছেলে-মেয়েদের পরীক্ষার জন্য শুক্রবার রাতে দেশে ফিরেছেন হাসিনা আহমেদ।
আতিক/প্রবাস