এবার এক পুলিশ ধর্ষণ করলো আরেক পুলিশকে!

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় তুরাগ থানার এক নারী কনস্টেবল গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বুধবার রাতে তিলপাপাড়ার একটি বাসায় তাকে ধর্ষণ করা হয়। আর এ গণধর্ষণের মূল নায়ক খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমান। শনিবার দুপুর ২টার দিকে ধর্ষণের অভিযোগ আনা ওই নারী পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম সংবাদমাধ্যমকে বলেন, ‘ওসিসিতে আসা নারী কনস্টেবলের কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করা হবে।’

ঘটনার শিকার ওই নারী কনস্টেবল সংবাদমাধ্যমকে জানান, ২০১১ সালে খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সাথে তার বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী কালিমুর রহমান বুধবার রাতে তাকে ডেকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসায় নিয়ে যান। সেখানে কালিমুর রহমান এবং আরো কয়েকজন মিলে সারা রাত তাকে ধর্ষণ করেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁও এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালে আসেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া জানান, তাদের মধ্যে বিয়ে ও বিচ্ছেদের ঘটনা হয়েছে বলে জানতাম। কিন্তু এই ধর্ষণের ঘটনা জানা ছিল না। তিনি জানান, খিলগাঁও থানায় দায়িত্বপালনে থাকা এএসআই কালিমুর রহমান বর্তমানে স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) এ কর্মরত আছেন। এ ব্যাপারে কালিমুরের বক্তব্য পাওয়া যায়নি।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *