নাসিমুল গনি খান — ফেসবুকে অনেকের লিখা পড়ি,,, সেই সুবাধে আওয়ামীলীগ বিরোধী কিছু লিখা চোখে পড়লো,,, তার মধ্যে রাকেশ রহমানের লিখা বাস্তব সম্মত ও ভাল লাগলো,,, তার সম্পর্কে জানতে চেয়ে দেখলাম আরে উনি তো আমার কাছের লোক,,,,
উনার বাসা আর আমার বাসা খুবই কাছাকাছি… তার আপন চাচা মতিউর রহমান রেন্টু। একটি বই লিখেই তিনি বিখ্যাত হয়ে অাছেন। উইকি লিকসের অনেক আগেই রেন্টু লিকস দুনিয়ার এই অংশকে রীতিমত কাঁপিয়ে দিয়েছিল। রেন্টু ভাই আমাকে খুবই ভাল করে চিনতো,, এবং আমাকে খুব আদর করতো,,,
রাকেশ রহমান আমাদের ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য। প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশ সত্যের শক্তিসহ অসংখ্য সামাজিক কাজে জড়িত … এছাড়া রাকেশ রহমান ভাই বিএনপি তৃনমুলকে অনেক সহযোগিতা করেন এবং তাদের ভাল-মন্দের খোজ-খবরও রাখেন সেই প্রবাসে বসে …
রাকেশ রহমানে সহধরমনী নাবিহা রহমান প্রেসিডিয়াম সদস্য এনডিপি ২০ দলীয় ঐক্য জোটের নেত্রী … এবং অনেক লিখালিখি করেন… খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করায় হাসিনাকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন নাবিলা রহমান যা অনেক আলোচিত হয়েছিল …
( https://www.facebook.com/photo.php?fbid=1505138006425643&set=t.100003745043893&type=3&theater )
যেসময়ে বড় বড় নেতারা গর্তে লুকিয়ে আছেন সেই সময় রাকেশ রহমান তার লিখার দ্বারা এই হায়েনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন ।
রাকেশ রহমান ভাইকে আমার সংগ্রামী সালাম –
নীচে রাকেশ রহমানের কিছু লিখার লিংক দেওয়া হলো — পড়ে দেখতে পারেন আপনারাও —
বেগম খালেদা জিয়া ডেমোক্রেসি ফাইটার
http://dhanersheesh.com/detail_page.php?nid=2174
বিএনপি এগিয়ে যাবেই
http://bangladeshpress.com/news/view/60421/বিএনপি%20এগিয়ে%20যাবেই%20:রাকেশ%20রহমান
শহীদ জিয়ার অভাব পূরণ করা তারেক রহমানের সেই স্থান আজ বাংলাদেশের জনগণ বড়ই অভাব বোধ করছে-
http://www.dailysokal.com/?p=21987
‘বাংলাদেশের জনগণ আজ ভালো নেই’
http://www.prothom-news.com/editorial/2015/05/23/30070/
‘শহীদ জিয়ার কর্মশালা বা কর্মী প্রশিক্ষণ কর্মসূচি বিএনপিতে আজ অত্যাবশ্যক’ –
মহাসমুদ্রে তলিয়ে যাওয়া থেকে তীরে আসতে এক টুকরা কাঠই যেন তারেক রহমান
http://www.prothom-news.com/selected-colum…/2015/…/25/30860/
বেগম জিয়ার সরাসরি হস্তক্ষেপেই এনে দিতে পারে বিজয়
http://jnnbd.com/…/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE-%E…/
যার রাজনৈতিক দর্শনই যেন বাক স্বাধীনতা
http://theglobalnews24.com/details.php?id=37501
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন বাক স্বাধীনতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
http://www.amardeshonline.com/pag…/details/2015/…/14/284099…
বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধো নিয়ে খেলা করা ও খুনের রাজনীতি করেন না বরং করেন সুবিধাবাদী নেত্রী শেখ হাসিনা তার প্রমান আমি নিজেই…
রাকেশ রহমান
http://sylheteralap.com/category/politics/2495/
http://www.dailydinkal.net/epaper/share.php…
জিয়া পরিবার নিয়ে লিখা বই ‘অদৃশ্যের মাঝে দেশপ্রেম’
জিয়াউর রহমানই বাংলাদেশের সোনালি অধ্যায়ের নাম
http://jnnbd.com/2015/05/জিয়াউর-রহমানই-বাংলাদেশের/
—