পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সতর্ক পদক্ষেপে সামনে এগুনোর চেষ্টা করছে বিএনপি। দলের ভেতরে নতুন নতুন চিন্তার বাছবিচার করছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমলে নিচ্ছেন না বাইরের ‘উসকানি ও প্রচারণা’। হুট করে ফাঁদে পা দিয়ে নয়, সময় নিয়ে একটি ‘কার্যকর’ পরিকল্পনা তৈরিতে এখন বেশ মনোযোগী তিনি। সামনে রমজান মাস, দলের পক্ষ থেকে রাজনৈতিক কোনো কর্মসূচি কিংবা সিদ্ধান্ত তাই সহসা আসছে না।
এই মুহূর্তে শীর্ষ থেকে তৃণমূল নেতারা চাচ্ছেন দলের সুচিন্তিত পুনর্গঠন। তবে বহু নেতাকর্মী কারাবন্দী থাকায় পুনর্গঠনপ্রক্রিয়ায় হাত দিতে পারছে না দলটি।
পরপর দুই দফা আন্দোলন কর্মসূচি কাক্সিক্ষত লক্ষ্যে না পৌঁছা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর বিএনপির অভ্যন্তরে নতুন নতুন চিন্তার উদয় হচ্ছে। দল পুনর্গঠনের কথা যেমনি সব দিক থেকে বলা হচ্ছে, তেমনি ২০ দলীয় জোট অটুট রাখা-না-রাখা নিয়েও দলের একটি অংশ মতামত দিচ্ছে।
আতিক/প্রবাস