শবেবরাতের রাতে কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় দগ্ধ রঞ্জিত শর্মা (৫৯) মারা গেছেন। এছাড়া রাজধানীর কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ রোজিনা বেগমও (৩৫) মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তারা মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, গত ২ জুন রাতে ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় ইউনিক পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক রঞ্জিত শর্মাসহ পাঁচ যাত্রী। এদের মধ্যে রঞ্জিত শর্মাসহ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাত ৩টার দিকে রঞ্জিত শর্মা মারা যান।
অপরদিকে ৩০ মে রাজধানীর কলাবাগানের লেকসার্কাস এলাকার বাড়িতে গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ রোজিনা বেগম মারা গেছেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ৪ মে একই ঘটনায় দগ্ধ মমতাজ বেগমের (৬০) মৃত্যু হয়।