অস্ট্রেলিয়ায় মালয়েশীয় বিমানের জরুরি অবতরণ

ইঞ্জিনে আগুন ধরেছে এমন সংকেতের ভিত্তিতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান মেলবোর্নে জরুরি অবতরণ করেছে।
মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই মুখপাত্র জানান, মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ‘এমএইচ-১৪৮’ শুক্রবার স্থানীয় সময় বেলা ২ টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। তবে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটি মেলবোর্ন বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। বিমানটিতে ৩০০ যাত্রী ও ক্রু ছিলেন।
এয়ারসার্ভিসেস অস্ট্রেলিয়া জানায়, বিমানটির ইঞ্জিনে আগুন ধরেছে- এয়ারক্রাফট সিস্টেম থেকে এমন সংকেত পেয়ে এটিকে জরুরি অবতরণ করানো হয়। তবে অবতরণের পর বিমানটির বাইরের অংশে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনার পর এক বিবৃতিতে মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি অবতরণের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রকৌশলী ও বিমানবন্দরের সংশ্লিষ্টরা ‘এয়ারবাস ৩৩০’ পরীক্ষা করে দেখছেন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে বিমানটির বাইরের অংশে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে।
‘নিরাপত্তাই মালয়েশিয়ার এয়ারলাইন্সের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’- একথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এমএইচ-১৪৮ ফ্লাইটটির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মেলবোর্নের মেট্রোপলিটন দমকল বাহিনী জানায়, বেলা ২ টা ২২ মিনিটে তাদেরকে তলব করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি তারা।
এর আগে গত বছর মালয়েশিয়া এয়ারলাইন্সের দুটি বিমান বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে গত বছরের মার্চে যাত্রী ও ক্রুসহ ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় ফ্লাইট ‘এমএইচ-৩৭০’। এখন পর্যন্ত ওই ফ্লাইটের কোনো খোঁজ মেলেনি।
এছাড়া গত জুলাইয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার পথে ইউক্রেনের আকাশসীমায় ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ‘এমএইচ-১৭’। ওই ঘটনায় ২৮৩ যাত্রী ও ১৫ ক্রুসহ বিমানটিতে থাকা ২৯৮ জন আরোহীর সবাই মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *