বৃষ্টির কারণে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগে শেষ ঘোষণা করা হয়েছে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলেছে সফরকারী ভারত।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথমবারের মতো উদযাপনের উপলক্ষ এনে দেন সাকিব আল হাসান। দলীয় ২৮৩ ও ২৯১ রানে সাকিবের শিকার হয়ে মাঠ ছাড়েন ধাওয়ান ও রোহিত শর্মা। এর পর উইকেটে আসা ভারতীয় অধিনায়কও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩১০ রানের মাথায় জুবায়েরের গুগলিতে বোল্ড হয়ে বিদায় নেন তিনি।
কোহলি আউটের পর ১১৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রাহানে ও বিজয়। দলীয় ৪২৪ রানে বিজয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন সাকিব। এরপর দলীয় ৪৪৫ রানে জুবায়েরের বলে ঋদ্ধিমান সাহা (৬) বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
এরপর দলীয় ৪৫৩ রানে সাকিবের চতুর্থ শিকারে পরিণত হন রাহানে। ব্যক্তিগত ৯৮ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে যান তিনি।
এর আগে টেস্টের তৃতীয় দিন এসে সেঞ্চুরি পূর্ণ করেন সফরকারীদের ওপেনার মুরালি বিজয়। টেস্টের প্রথম দিন বুধবারই সেঞ্চুরি তুলে নেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার একটি বলও গড়াতে পারেনি মাঠে। ফলে প্রথম দিনে শেষে ৮৯ রানে অপরাজিত থাকা বিজয়ের শতরান পূর্ণতা পেতে দেরি হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়।
আজ আরও ১১ রান যোগ করে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান বিজয়। অপর ব্যাটসম্যান ধাওয়ান আজ সাকিবের শিকার হয়ে মাঠ ছাড়েন। ব্যক্তিগত ৬ রানের মাথায় ফিরে যান ওয়ানডাউনে নামা রোহিত শর্মা।
আজ ১৭৩ রান করে সাকিবের বলে ফিরে যাওয়া ধাওয়ান হাতছাড়া করেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সুযোগ। অপর ওপেনার বিজয় আউট হন ১৫০ রানে।
বুধবার ফতুল্লায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৫৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে তুলেছিল ২৩৯ রান। সূত্র: ক্রিকইনফো