বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বি চৌধুরীর

ঢাকা : বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বাঁচতে হলে জামায়াত নির্ভরতা ছেড়ে আবারো জিয়ার আদর্শে ফিরে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

হোটেল সেনারগাঁওয়ে সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম চৌধুরীর লেখা ‘আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথীর বক্তব্যে শুক্রবার এ কথা বলেন তিনি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, “বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শের মধ্যে নেই। তারা এখন তৃতীয় স্টেজের রাজনীতি করছে। তাদের রাজনীতি এখন সম্পূর্ণ জামায়াত নির্ভর।

প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *