শরীয়তপুরে গৃহবধুকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে। হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে রুবেল নামে একজনকে।
পুলিশ জানায়, দুই মাস আগে ওই গৃহবধূকে বিয়ে করেন কাদের সরদার। গোসাইরহাট উপজেলার জালালপুরে থাকতেন তারা। রোববার ঢাকা যাওয়ার কথা বলে স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হন কাদের। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। মঙ্গলবার কাদেরের সহযোগী রুবেল সরদারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূকে ধর্ষণের পর, খুনের কথা জানান রুবেল। পরে তার দেয়া তথ্য পেয়ে উদ্ধার মরা হয় মরদেহ।
আতিক/প্রবাস