ভারতের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বুধবার বলেছেন, মিয়ানমারে ভারতীয় আক্রমণ পাকিস্তান এবং সন্ত্রাস-সংশ্লিষ্ট সব দেশ ও গ্রুপের কাছে এই বার্তা দিচ্ছে যে, ভারত তার ইচ্ছামতো যেকোনো স্থানে এবং যেকোনো দেশে আঘাত হানতে পারে।
মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এটা পাকিস্তানসহ সব দেশের প্রতি বার্তা। আমরা যেখানে চাই, সেখানেই আঘাত হানব।
তিনি বরেন, আমরা ভারত বা ভারতীয়দের ওপর হামলা বরদাস্ত করব না।
ভারতীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ‘জঙ্গি’ শিবিরে হামলা করার প্রেক্ষাপটে মন্ত্রী এই মন্তব্য করলেন। মনিপুরে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছিল। আর মিয়ানমারে ভারতীয় বাহিনীর হামলায় শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।
রাজ / প্রবাস নিউজ