ঢাকা: ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড অঞ্চলের তিকমগড়, ছাতারপুর, পান্না, দামোহ এবং সাগর এলাকায় বছরের পর বছর ধরে পারির ঘাটতি রয়েছে। এই সঙ্কট আরো তীব্র হয় গ্রীষ্মকালে। অনেক দূর থেকে তাদের পানি সংগ্রহ করতে হয়। দীর্ঘ পথ পারি দিয়ে পানি আনতে গিয়ে অনেক নারী মারাও যায়।
তাই ওই এলকার পানির সঙ্কট মিটাতে বহুবিয়ের বিধান জারি করলেন বুন্দেলখন্ড এলাকার তিকমগড় জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। যদিও বুন্দেলখন্ডের এ পাঁচ জেলায় কেউ মেয়ের বিয়ে দিতে চায় না পানির সমস্যা থাকায়। কারণ সবাই জানে, বিয়ে দিলেই তার মেয়েকে দীর্ঘ পথ হেঁটে পানি তুলে তা বয়ে আনতে হবে।
এসডিএম বি কে পান্ডে লিধোরা গ্রামের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘একজন স্ত্রী থাকবে সন্তানের জন্ম দেয়ার জন্য। আর অন্য দুই স্ত্রী দূর থেকে পানি আনার জন্য থাকবে। তাতেই মিটবে ঘরের পানি সঙ্কট।’
নিজের এ উদ্ভট মন্তব্যের ব্যাখ্যায় পান্ডে বলেন, ‘কিছুদিন আগে আমি বাইওয়াড় গ্রামের জাতারা ব্লকে গিয়েছিলাম, তখন দেখেছিলাম রাত ২টার সময়ও এক নারী অনেক দূর থেকে পানি আনছেন। কারণ ঘরের কাজ করে তাকে পানি আনতে হয়।’
তিনি বলেন, ‘যারা পানি খেতে চায় তাদের তিনটি বউ থাকা উচিৎ। তবে যারা করিৎকর্মা নয় তিনটি বউ তাদের সাধ্যের বাইরে।’