গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন অফ পর্তুগালের কমিটি ঘোষণা

 

ব্যাপক উৎসহ এবং উদ্দীপনার মধ্যদিয়ে ৭ই জুন পর্তুগালের রাজধানী লিসবনের কাসা দা কভিলা মিলনায়তনে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের নব গঠিত কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ২০১২ সালে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের অগ্রযাত্রা শুরু হয় গত ২৫শে মে ২০১৫-২০১৬ এর জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়,এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক আলোচনা ও নৈশভোজের। অনুষ্ঠানে লোকসমাগমের উৎসহ এবং উদ্দীপনার উপস্তিতি দেখে এক সময় মনে হচ্ছিল এ যেন এক টুকরো বাংলাদেশের নোয়াখালীর অংশ, মনেই হচ্ছিলনা আমরা পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশী। বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগাল এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিতিদের প্রতি অতিতিপরায়ন ছিল চোখে পরার মত। অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্তিত ছিল লিসবনে অবস্তিত বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ , দুতাবাসের প্রথম সচিব মোহাম্মেদ খালেদ ,দুতাবাসের সহকারী কনসুলার মোহাম্মেদ নুরুদ্দিন সহ দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের এর নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন কবির জাহাঙ্গীর এর সভাপতিত্তে বিকেল ৬টা ৩০মিনিটে পর্তুগালের রাজধানী লিসবনের শহীদ মিনারে ফুলদিয়ে বাংলাদেশের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সূচনা করেন, সন্ধ্যা ৯টায় অনুষ্ঠিত হয় জমকালো অভিষেক অনুষ্ঠান,উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নবগঠিত বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগাল এর নির্বাচিত সাধারণ সম্পাদক মহিন উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্যবর রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ,নবগঠিত বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগাল এর প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দীন,পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম , পর্তুগাল বি,এন,পির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের উপদেষ্টা নুর নবী,শের আলী ভূঁইয়া এবং মোহাম্মদ মামুন। বাংলাদেশ কমিনিটি অফ পর্তুগাল এর নির্বাচিত সাংগঠনিক সম্পাদক তাহের আহমেদ,ইসলামিক ফোরাম পর্তুগালের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ সহ বাংলাদেশ কমিনিটির অন্যান্য।
নোয়াখালী এসোসিয়াসান এর সভাপতি হুমায়ুন কবির এর বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন লিসবনে অবস্তিত বায়তুল মোকাররম মসজিদ এর সম্মানিত খতিব জনাব আবু সায়েদ , তিনি মুসলিম উম্মার শান্তি ও সুখ কামনা করে দোআ পরিচালনা করেন। এছাড়াও উপস্তিত ছিলেন সংগঠনের সিনিয়ার সহ সভাপতি আবুল কালাম আজাদ,সহ সভাপতি মিজানুর রহমান মাসুদ,সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক :-আব্দুল করিম মানিক, সহ-সাংগঠনিক:-সম্পাদক সোহরব সুমন,কাদের বাপ্পি সহ রনি আহমেদ,আমিনুর রহমান,ইমরান হোসেন,আল মাসুদ সুমন,আনিসুল হক রাসেল,মনজুর হোসাইন,রসি,মাহবুব রহমান,তানভীর তুরাজ,তন্ময়,শিশির সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *