চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। মির্জা ফখরুলের স্ত্রীর দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনের পক্ষের আরেক আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ই জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। মির্জা ফখরুলের সুচিকিৎসার জন্য তার দল এবং পরিবারের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল।
আতিক/প্রবাস