নিউইয়র্কের পলাতক ২ বন্দিকে ধরতে পুরস্কার ঘোষণা

ঢাকা: নিউইয়র্কের জেল পালানো দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস। একই সঙ্গে তাদের ওপর তথ্য প্রদানের জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

রিচার্ড ম্যাট(৪৮) এবং ডেভিড সোয়াট(৩৪) নামের ওই দুই বন্দি রোববার সকালে নিউইয়র্কের ডানেমোরা এলাকার ‘ক্লিনটন কারেকশনাল ফ্যাসেলিটি’ থেকে পালিয়ে যান। তারা ছিলেন খুনের মামলার আসামি এবং তাদের বিচার প্রক্রিয়াধীন ছিল।

যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, রিচার্ড ম্যাট ও ডেভিড সোয়াটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং হত্যা মামলার বিচার এড়াতেই তারা পালিয়েছেন। তিনি আরো বলেছেন,‘ওই দুই ব্যক্তিকে বিচারের সম্মুখীন করতে আমরা সম্ভাব্য সবকিছু করব।’

এদিকে ওই দুই পলাতককে ধরতে রোববার এক লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ২২ হাজার ২শ) পুরস্কার ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। এ সম্পর্কে স্থানীয় এক পুলিশ বলেছেন, ‘আমরা কোনো প্রচেষ্টাই বাদ রাখব না। তাদের আটক করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’

নিউইয়র্কের ওই কারা কর্তৃপক্ষ বলছেন, দুই বন্দি কারাগারে পাশাপাশি গারদে ছিলেন। তারা কারা প্রাচীরের দেয়াল কেটে সুরঙ্গ করে রোববার সকালে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তারা কারা কর্তৃপক্ষে জন্য একটি হলুদ চিরকুট রেখে যান। এতে লেখা ছিল,‘হ্যাভ এ নাইস ডে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *