ঢাকা: মোদি গেলেন, কোহলিরা এলেন। দুই দিনের সফর শেষে গতকাল রাতেই ফিরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিনই, অথ্যাৎ আজ সকালেই ঢাকা এসে পৌঁছেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ১৪ সদস্যের ভারতীয় টেস্ট দল। কলকাতা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছায় ভারতীয় দলটি।
১০ জুন থেকে নারায়নগঞ্জের ফতুল্লায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজটি। আজ বিকাল থেকেই প্রস্তুতির জন্য মাঠে নেমে পড়ার কথা রয়েছে ভারতীয় টেস্ট দলের।
গত বিশ্বকাপে মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে সেই বিতর্কিত ম্যাচের পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে যে উত্তেজনা বিরাজ করছিল, তারপর এটাই প্রথম বাংলাদেশ-ভারত সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারণে অন্য যে কোন সময়ের তুলনায় বাংলাদেশ-ভারত সিরিজ এখন বেশ আলোচিত একটা ক্রিকেট সিরিজে পরিণত হয়েছে।
তারওপর, বিশ্বকাপের পরপরই বাংলাদেশে এসে পাকিস্তান যেভাবে নাস্তানাবুদ হয়েছে, তাতে করে ভারতীয়রাও বেশ সতর্ক। যে কারণে বাংলাদেশ সফরের জন্য পূর্ণ শক্তির টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রাম চেয়েও পাননি। তাদেরকে আসতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য।
কলকাতা থেকে মোট ২৫ সদস্যের ভারতীয় দল বাংলাদেশে এসে পৌঁছায়। এর মধ্যে রয়েছেন ১৪জন ক্রিকেটার, বাকি ১১জন কর্মকর্তা। ব্যাটসম্যান লোকেশ রাহুল অসুস্থতার কারণে টেস্ট দল থেকে সরে দাঁড়ান। সকাল সাড়ে ৯টায় বিমান বন্দরে পৌঁছার পর সাড়ে ১০টার দিকে হোটেল সেনারগাঁওয়ে এসে পৌঁছায় তারা। বিকাল আড়াইটায় মিরপুরে অনুশীলন করবে বিরাট কোহলিরা।
ভারতীয় দল: বিরাট কোহলি, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, আজিঙ্কা রাহানে, বরুন অ্যারোন, রবিচন্দ্র অশ্বিন, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, করন শর্মা, মুরালি বিজয় ও উমেষ যাদব।