বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ বছরের এক কিশোরী অন্তঃসত্বা হয়ে পড়েছে। ডাক্তারী পরীক্ষায় তার গর্ভ ধারণের বয়স ৪ মাস। কিশোরীর বাড়ি মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামে। তার পিতা একজন পেশাদার ভিক্ষুক। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছে ওই কিশোরী। ‘মামলা করতে গেলে টাকা লাগবে’ তাই থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন কিশোরীর পিতা ভিক্ষুক মো. রমিজ ফকির।
অভিযোগে জানা গেছে, পুটিখলী গ্রামের মোতালেব শেখ প্রতিবেশী ওই কিশোরীকে পূত্রবধূ করার কথা বলে ৫মাস পূর্বে নিজ বাড়িতে বেড়াতে নেয়। ওই সময় মোতালেব শেখের ছেলে মোস্তফা শেখ ১৪ বছরের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৪দিন আটকে রেখে ধর্ষন করে। পরে কিশোরীকে তার পিতার বাড়িতে ফিরিয়ে দিয় যায়। এ ঘটনায় হতদরিদ্র পরিবারের কিশোরী(১৪) অন্তঃসত্বা হয়ে পড়ে। ঘটনাটি ঘরোয়াভাবে মিটমাটের জন্য চেষ্টা চলছে। এ পর্যন্ত ২০ হাজার টাকা দর উঠেছে বলে জানা গেছে।
স্থানীয় এক প্রভাবশালী জামায়াত নেতার ভাই এ বিষয়ে কোথাও অভিযোগ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কিশোরী অন্তঃসত্বা হওয়ার খবর লোকমুখে শুনেছি। কেউ এখনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আতিক/ প্রবাস