বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
রবিবার বিকেল সোয়া চারটার দিকে হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। একটানা চলে বিকেল চারটা ৫০ মিনিট পর্যন্ত।
এরআগে, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে বিকেল পৌনে চারটার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান খালেদা জিয়া।
ছয় সদস্যের ওই প্রতিনিধি দলে খালেদা জিয়া ছাড়াও আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান ও বেগম জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
এরআগে, নরেন্দ মোদির সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।