সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকাল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে প্রথমে দলের পাঁচ সিনিয়র নেতাকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ১০ মিনিট মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুপুর আড়াইটার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসা রওনা হয়ে সোয়া তিনটায় কাওরানবাজার পৌঁছে আবদুল আউয়াল মিন্টুর অফিসে প্রায় আধাঘণ্টা বিশ্রাম নেন। পরে ৩.৫০ মিনিটে সোনারগাঁও হোটেলে পৌঁছান। এরপর বিকাল ৪টা থেকে দীর্ঘ ৪৫ মিনিট মোদির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
আতিক/প্রবাস