বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার ।
সভায় বক্তব্য রাখেন – খালেদ এনাম মুন্না, মো: সাদেকুর রহমান টুটুল, শাহিনুর বেগম, আব্দুল জাব্বার, শেখ মহসিন, রাজু আহমেদ বেলাল, নাসিমুল গনি খান, নাজমুল রনি, ইরানুল ইসলাম বিপ্লব, আবুল কালাম আজাদ,দীন মো:দীনু, তারেক কবির,রুহুল আমিন,সুজন ঢালী, নাজমা আকতার নীপা, মজিবর রহমান দিপু, রাফায়েতুল হায়দার,মেহেরুন আশরাফ, আব্দুল মান্নান বাবুল, , আতাউর রহমান আতা,সালউদ্দিন, নজরুল ইসলাম,মনিরুল ইসলাম মনির, রুপা বেগম, নীলুফা ইয়াসমিন রুনু , মোক্তার হোসেন বাবলুসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
সভা পরিচালনা করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু ।
সভার সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার বলেন, সমস্ত ব্যার্থতা ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে নতুন করে শক্তিশালী করার কোন বিকল্প নাই । সেই লক্ষ্যে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সকল ওয়ার্ড ও থানাকে ত্যাগী ও সাংগঠনিক কর্মী দিয়ে নতুন করে সাজানো হবে।
সভায় সুত্রাপুর থানা , ওয়ারী থানা , হাজারিবাগ থানা ও শাহবাগ থানার কমিটি ভেঙ্গে দিয়ে আগামী ৭ দিনের ভিতর নতুন কমিটি করার সিধান্ত গৃহিত হয় ।
সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিনের উদ্দেগে রমজান মাসে ইফতার মহফিল আয়োজনের ও ” মা কাঁদছে স্বাধীনতা ” সিডির মোড়ক উম্মোচন ও প্রচার করার বিভিন্ন উদ্দ্যগ গ্রহন করা হয় ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম