জাসাস ঢাকা মহানগর দক্ষিনের জরুরী সভা অনুষ্ঠিত

বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার ।
সভায় বক্তব্য রাখেন – খালেদ এনাম মুন্না, মো: সাদেকুর রহমান টুটুল, শাহিনুর বেগম, আব্দুল জাব্বার, শেখ মহসিন, রাজু আহমেদ বেলাল, নাসিমুল গনি খান, নাজমুল রনি, ইরানুল ইসলাম বিপ্লব, আবুল কালাম আজাদ,দীন মো:দীনু, তারেক কবির,রুহুল আমিন,সুজন ঢালী, নাজমা আকতার নীপা, মজিবর রহমান দিপু, রাফায়েতুল হায়দার,মেহেরুন আশরাফ, আব্দুল মান্নান বাবুল, , আতাউর রহমান আতা,সালউদ্দিন, নজরুল ইসলাম,মনিরুল ইসলাম মনির, রুপা বেগম, নীলুফা ইয়াসমিন রুনু , মোক্তার হোসেন বাবলুসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
সভা পরিচালনা করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন আনু ।
সভার সভাপতি জনাব জাহাঙ্গীর শিকদার বলেন, সমস্ত ব্যার্থতা ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে নতুন করে শক্তিশালী করার কোন বিকল্প নাই । সেই লক্ষ্যে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সকল ওয়ার্ড ও থানাকে ত্যাগী ও সাংগঠনিক কর্মী দিয়ে নতুন করে সাজানো হবে।
সভায় সুত্রাপুর থানা , ওয়ারী থানা , হাজারিবাগ থানা ও শাহবাগ থানার কমিটি ভেঙ্গে দিয়ে আগামী ৭ দিনের ভিতর নতুন কমিটি করার সিধান্ত গৃহিত হয় ।
সভায় জাসাস ঢাকা মহানগর দক্ষিনের উদ্দেগে রমজান মাসে ইফতার মহফিল আয়োজনের ও ” মা কাঁদছে স্বাধীনতা ” সিডির মোড়ক উম্মোচন ও প্রচার করার বিভিন্ন উদ্দ্যগ গ্রহন করা হয় ।

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.