ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ডের কাছে পাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার শহীদুল ইসলাম (৩২), তিনি সেনা সদস্য। একই এলাকার শামসুর রহমান (৩৮), নোয়াখালী জেলার ওবায়দুল ইসলাম (৩৩) ও অজ্ঞাত নারী (২৭)।
পুলিশ জানায়, সাউদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় বাসের চার যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
One thought on “বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪”