ঢাকা: দিল্লীর মেট্রো ট্রেনে গত বৃহস্পতিবার যোগ হয়েছে নতুন একটি ট্রেন। এই ট্রেনটি চালক ছাড়াই তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে।
ট্রেনটি তৈরি করেছে চ্যাংওয়াং নামের দক্ষিণ কোরিয়ান একটি প্রতিষ্ঠান। নতুন প্রযুক্তির এই ট্রেনটি নয়া দিল্লীর মুকুন্দপুর ডিপোতে রাখা হয়েছে। এটি দিল্লীর মোট্রের নিয়ন্ত্রণে অধীনে চলাচল করবে।
ট্রেনটি দক্ষিণ কোরিয়া থেকে সমুদ্র পথে গুজরাটের মুন্দ্রা বন্দরে এনে রাখা হয়। এরপর সেখান সড়ক পথে দিল্লীতে আনা হয়।
দিল্লী মেট্রো জানিয়েছে, ট্রেনটি মজলিস পার্ক শিভ বিহার এবং জানাকপুর ওয়েস্ট বোর্টানিক্যাল গার্ডেন ট্র্যাক চলাচল করবে।
এটি ২০১৬ সাল নাগাদ ট্র্যাক যাত্রী পরিবহণ করবে
এ বছরের মধ্যে কোরিয়ান ঐ প্রতিষ্ঠান ভারতের জন্য ২০ টি ট্রেন তৈরি করবে। প্রতিটি ট্রেনে প্রতিটি ট্রেনের দুই হাজারেও বেশি যাত্রীর ধারণক্ষমতা আছে। এদের মধ্যে ৬ টি ট্রেন চালক ছাড়াই ট্র্যাক চলাচল করবে।
চালকবিহীন ট্রেনটি চলাচলের জন্য ট্রেনের ইঞ্জিনের সামনে, পেছনে এবং কম্পার্টমেন্টের ভিতর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই ছবিগুলো দেখে কন্ট্রোল রুম থেকে ট্রেনটি পরিচালনা করা হবে।
এসব ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা থাকবে।