ভাসমান ৭২৭ অভিবাসীদের অবশেষে নিজ স্থলভাগে ফিরতে দিল মিয়ানকার

রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের নাসাকা বাহিনী ও বৌদ্ধদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে আন্দামান সাগরে ভাসমান ৭২৭ অভিবাসন প্রত্যাশীকে অবশেষে নিজ স্থলভাগে ফিরতে দিল মিয়ানকার সরকার।
বুধবার সকালে সে দেশের নৌবাহিনীর সদস্যরা নাফ নদী হয়ে কয়েকটি ট্রলারে করে তাদেরকে আরাকান প্রদেশের মংডু শহরে ফেরত আনে।
আর আগে মিয়ানমার কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে ঘোষণা দেয়ার পর পরই আবার নিজ দেশে ফেরত নেয়ার কথা ঘোষণা দেয়। তবে দেশে ফেরত না নিয়ে তাদেরকে আরাকানের কাছে সাগরে নৌকায়ই দীর্ঘক্ষণ চরম দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয় বলে কয়েকটি গণমাধ্যমে খবর বের হলে বিভিন্ন দেশ ও সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ অবস্থায় বুধবার সকালে এ সব হতভাগ্য মানুষকে নিজ ভূখণ্ডে ফেরত নেয় মিয়ারমার।
কক্সবাজারের টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আবু জার আলজাহিদ গণমাধ্যমকে ৭ শত ২৭ জন অভিবাসন প্রত্যাশিদের মংডুতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার নৌ-বাহিনীর প্রহরায় সকাল ৭টার দিকে ৭শত ২৭ জনকে কয়েকটি ট্রলারে করে মংডুতে নিয়ে যাওয়া হয়। সকালে এইসব অভিবাসন প্রত্যাশিদের নিয়ে তাদের দেশের নৌ-বাহিনীর জাহাজ নাফনদীতে প্রবেশ করলে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নকে অবহিত করে সেদেশের অভিসবাসন ও বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার (বিজিপি)।
বর্তমানে তাদেরকে মংডুর অস্থায়ী আশ্রায় কেন্দ্রে রাখা হয়েছে ।
তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো বিজিবিকে জানায়নি বলে কমান্ডিং অফিসার আবু জার আল জাহিদ জানান।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই ৭২৭ জনের প্রায় সবাই মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান বলে খবর প্রকাশ করে। তবে এর মধ্যে কিছু বাংলাদেশীও থাকার আশঙ্কা করা হচ্ছে।

আতিক/প্রবাস

One thought on “ভাসমান ৭২৭ অভিবাসীদের অবশেষে নিজ স্থলভাগে ফিরতে দিল মিয়ানকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *