বিদ্রোহীদের গুলিতে ভারতের মনিপুরে অন্তত ২০ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। খবর টাইমস অব ইন্ডিয়া
খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে ন’টায় মনিপুরের চান্ডেল জেলায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সেনা সদস্যদের আকাশপথে নাগাল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে।
মতুল থেকে ইম্ফলার দিকে যাওয়ার পথে ৬ দুগরা আর্মির বহরের ওপর ব্রিদোহীর অতর্কিত হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
মনিপুরের জে সুরেশ বাবু স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্রোহীরা সেনা বহরের ওপর রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে।
আতিক/প্রবাস
One thought on “বিদ্রোহীদের গুলিতে ভারতের ২০ সেনা নিহত,আহত অন্তত ১২ জন”