খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই

খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

তবে ওই বৈঠকের স্থান ও সময় এখনও ঠিক হয়নি বলেও একই সঙ্গে জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনায় তিনি এ দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহবুবুর রহমান বলেন, মোদির এই সফর বহুল প্রত্যাশিত। আমরা মনে করি এই সফরে দুদেশের মধ্যকার বিরাজমান সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, তিস্তা চুক্তির হতে হবে। না হওয়ার কোনো কারণ নেই। কারণ এবার মমতা মোদির সঙ্গে আসছেন।

তিনি বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাই তার সঙ্গে দেখা না হলে এটা দেশের মানুষ গ্রহণ করবে না। অবশ্যই দেখা হবে। তাদের বৈঠকে গণতন্ত্র ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

আতিক/প্রবাস

One thought on “খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *