খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করতে গিয়ে দেবর ও ভাবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার তবলছড়ির সিংহপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ভাবি মরিময় বিবি (৪২) এবং দেবর মীর হোসেন (২৮)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।