কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এক ভিখারিনীকে ধর্ষণের অভিযোগে গত রোববার যুবলীগের এক কর্মীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার ওই ভিখারিনী তাঁর এক বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ওয়ারজোর-লাউডুরা রাস্তা দিয়ে হেঁটে তাঁর মায়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তায় সন্ধ্যা হয়ে যায়। এ সময় ঘাগড়া ইউনিয়নের গোলহাটি গ্রামের যুবলীগের কর্মী তৌফিক (৩৫) ও তার তিন সহযোগী তাঁকে সহিলা হাওরে নিয়ে যায়। সেখানে ওই চারজন তাঁকে রাতভর ধর্ষণ করে। পরদিন ওই ভিখারিনী বাড়িতে এসে বিষয়টি তাঁর বাবাকে জানান। পরে এ ঘটনায় গত রোববার দুপুরে তাঁর বাবা বাদী হয়ে তৌফিককে প্রধান আসামিসহ তার তিন সহযোগীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। পুলিশ রোববার সন্ধ্যায় মিঠামইনের কেওয়ারজোর বাজার এলাকা থেকে তৌফিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, গতকাল সোমবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। তৌফিককে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তৌফিকের তিন সহযোগী পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। ওই তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আতিক/প্রবাস