জেলা সদরের তালিকাভুক্ত মানবপাচারকারী একরাম মেম্বারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় সদর উপজেলার চৌফলদণ্ডী দক্ষিণপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত একরাম সদর উপজেলা চৌফলদণ্ডী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নুরুল হকের ছেলে। তিনি চৌফলদণ্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একরামকে চৌফলদণ্ডী ইউনিয়নের দক্ষিণপাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। একরাম স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ মানবপাচারকারী। তার বিরুদ্ধে ৩টি মানবপাচারসহ ১১টি মামলা রয়েছে। একরাম দীর্ঘদিন ধরে চৌফলদণ্ডীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিল। কিন্তু অভিযান শুরুর পর থেকে তিনি আত্মগোপনে চলে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।