শেখ হাছিনাকে দেশে ফিরিয়ে আনাই ছিল শহীদ জিয়ার বড় ভুল-মালয়েশিয়া বিএনপি

নিজ দলের ঘাতকদের হাতে শেখ মুজিবুর রহমান নির্মম ভাবে নিহত হওয়ার পর,বিদেশে আশ্রয়ে থাকা  বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাছিনাকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়াই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় ভুল ।কারন শেখ হাছিনা দেশে আসার ১৮ দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হোন ।এখন দিবালোকের মত স্পষ্ট যে জিয়াউর রহমানকে হত্যার পিছনে কল কাড়ি নেড়েছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাছিনা ।শেখ হাছিনা ভেবেছিলো জিয়াউর রহমানকে হত্যা করলেই সব শেষ,কিন্তু শেখ হাছিনা জানেনা যে জিয়াউর রহমান মানে আরেক বাংলাদেশ ।

 

বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় মালয়েশিয়া বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন ।

 

শনিবার স্হানীয় সময় সন্ধ্যা ৭ঘটিকায় কুয়ালালামপুরের রেষ্টুরেন্ট রাজধানীতে মালয়েশিয়া বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শিশিরের পরিচালনায় ও মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি মাজু দেলোয়ারের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

এসময় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সাধারন সম্পাদক ড.এমকে রহমান আরিফ,সহ-সাধারন সম্পাদক আবদুল আজিজ,সাংগঠনিক সম্পাদক মো: কাজী সালাহ উদ্দিন,যুবদল সহ-সম্পাদক রমজান আলী,বিএনপি নেতা সবুজ শিকদার,বাদল আহমেদ ও সাতক্ষিরা জেলা জাসাসের সহ-সভাপতি মাকসুদুল আলম কাজল ।

 

বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং সম্প্রতি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সিমান্তে সাগরে ভাসমান বাংলাদেশীদের বিপথগামী হওয়ার জন্যে সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন ।তারা বলেন বাংলার রাখাল রাজা জিয়াউর রহমান বেঁচে  থাকলে এবং তার ঘোষিত ১৯দফা বাস্তবায়ন হলে এই নিরীহ মানুষ গুলোকে সাগরে ভাসতে হতোনা,কাজের সন্ধানে নিজ দেশ ছেড়ে পরের দেশে এসে গোলামী খাঁটতে হতোনা । ইনশাআল্লাহ আগামীতে তারই প্রতিচ্ছবি তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে প্রয়াত জিয়াউর রহমানের ১৯দফা কর্মসূচী বাস্তবায়ন হবে,এবং বাংলাদেশ মালয়েশিয়ার ন্যায় আধুনিক একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে । সেই দিন আর বেশি দুরে নয় ।

 

 

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতির আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ  মোনাজাত করা হয় ।মোনাজাত পরিচালনা করেন কুয়ালালামপুর বাংলাদেশী মসজিদের ইমাম মাও: মহি উদ্দিন ।

 

এসময় আরও উপস্হিত ছিলেন মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক কামাল উদ্দিন রানা,বিএনপি নেতা রতন,মাসুদ রানা,শওকত সর্দার,শাহীন হাওলাদার,রিয়াজ,মহসিন ও সোহাগ সহ অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ।

১৬ thoughts on “শেখ হাছিনাকে দেশে ফিরিয়ে আনাই ছিল শহীদ জিয়ার বড় ভুল-মালয়েশিয়া বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *