জেলার পীরগাছায় পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতা হুমায়ুন বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে তাম্বুলপুর ইউনিয়নের জামায়াতের সহ-সেক্রেটারি হুমায়ুন বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি পুলিশ মোজাহার আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদ-ের রায়কে কেন্দ্র করে সহিংস ঘটনায় জামায়াতের নেতা-কর্মীদের হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল মোজাহার আলী।
One thought on “পুলিশ হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার”