ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনও খাবার বিতরণ করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সকাল ১১টায় গুলশান-২ এর সিটি মার্কেটের সামনে থেকে খাবার দুঃস্থদের খাবার বিতরণ শুরু করবেন। মোট ১৯টি স্পটে তিনি যাবেন বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে খাবার বিতরণের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করবেন বেগম জিয়া।
এসময় চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত থাকবেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
শনিবার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্পটে দুঃস্থ ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন খালেদা জিয়া।
Desh Bangla liked this on Facebook.
Mizanur Rahman liked this on Facebook.
Mahabub Rahaman liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.
Rashed Islam liked this on Facebook.