রুশ কালো তালিকায় ক্ষুব্ধ ইইউ

ঢাকা: ইউরোপিয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং সামরিক নেতাসহ ৮৯ জনের বিরু্দ্ধে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

 

কালো তালিকাভুক্তদের মধ্যে ইইউ কাউন্সিলের মহাসচিব উয়ে কর্সেপিয়াস এবং সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগও রয়েছেন বলে জানা গেছে।

 

কূটনীতিকরা বেশ কয়েকবার অনুরোধ করার পরও ওই তালিকাটি প্রকাশ করে রাশিয়া।

 

ইইউ বলছে, এই তালিকা ‘বিধিবহির্ভূত এবং অন্যায্য’ এবং তাদেরকে এবিষয়ে কোন ব্যখ্যাও দেয়া হয়নি।

 

তালিকায় থাকা অনেকেই ক্রেমলিনের কড়া সমালোচক এবং তাদের কয়েকজনকে সম্প্রতি রাশিয়ায় প্রবেশকালে ফেরত পাঠানো হয়েছে।

 

ইইউ বলছে, তারা বারবার রাশিয়ার কাছে নিষিদ্ধদের তালিকা চেয়েছে, কিন্তু এর আগে তাদের সেই তালিকা দেয়া হয়নি। তালিকায় থাকা ৮৯ জনের নাম আমাদের জানানো হয়েছে। তবে কোন আইনগত ভিত্তি এবং প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ কারা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

 

শনিবার ইইউ-এর একজন মুখপাত্র এসব কথা বলেন।

 

One thought on “রুশ কালো তালিকায় ক্ষুব্ধ ইইউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *