ঢাকা: বাসাবাড়িতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ ধীরে ধীরে বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিএম এনার্জির এলপি গ্যাস বাজারজাতকরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, ‘শিল্পায়ন করতে হলে অবশ্যই শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। কিন্তু দেশে গ্যাসের চাহিদা উৎপাদনের চেয়ে বেশি। এ জন্য প্রয়োজনে বাসাবাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ পর্য়ায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।’
এর বিকল্প হিসেবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস ব্যবহারকে উৎসাহিত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী তিন বছরে ৭০ ভাগ বাড়িতে এলপি গ্যাস পৌঁছে দেয়া হবে। এলপি গ্যাস দাম কম রাখার জন্য সরকার প্রয়োজনে ভর্তুকী দিবে।’
নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশে বছরে ৫ লাখ মেট্রিকটন এলপি গ্যাসের চহিদা রয়েছে। এ চাহিদা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।’
ইতোমধ্যে বিএম এনার্জি ১২, ৩৩ ও ৪৫ কেজির তিনিটি ভিন্ন সাইজের সিলিন্ডারে এলপি গ্যাস বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে।
বিএম এনার্জি’র ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জার্বেন জোয়ার্জ ডে জং বক্তব্য দেন।
Sorkarer mp montri sop pagol hoye gece
Good
Mizanur Rahaman liked this on Facebook.