লিবিয়া উপকূল থেকে আরো ৩ হাজার ৩’শ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী।
উদ্ধারের সময় ৩টি নৌকা থেকে কোষ্ট গার্ড ১৭টি মৃতুদেহও উদ্ধার করেছে।
শুক্রবার তাদেরকে উদ্ধার করা হয়।
মাইগ্রেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন(আইওএম) জানিয়েছে চলতি বছর অর্থাৎ ২০১৫ সালে সাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১৮শ ২৬ জন অভিবাসী মারা গেছে। যা গত বছরের চেয়ে এবার ৩০ গুন বেশি।
ইটালিয়ান একটি পত্রিকার খবরে বলা হয়েছে, যেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে সেটি লিবিয়া উপকূলের কাছাকাছি। এ উদ্ধার অভিযানে আইরিশ, জার্মান ও বেলজিয়ামের জাহাজ অংশগ্রহণ করেছে বলেও গণমাধ্যমটি জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত ৪০ হাজার মানুষ সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছে।
এসব অভিবাসীদের মধ্যে সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া ও সোমালিয়ার লোকজন বেশি। তারা প্রচন্ড দারিন্দ্রতার কারণেই সাগর পাড়ি দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে।
Hossain Shahid Sarwardy liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Shahinur Rahman liked this on Facebook.