খালেদা জিয়া যেসব স্থানে খাবার বিতরণ করবেন

ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন।

বেলা ১১ টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কর্মসূচি শুরু করবেন।

বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত খাবার বিতরণের বিভিন্ন পয়েন্টগুলো হচ্ছে, টিএন্ডটি মাঠ, মোহাম্মদপুর টাউল হল, ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টার, আজিমপুর বটতলা, লালবাগ বালুরমাঠ, হাইকোর্ট মাজার, জাতীয় প্রেস ক্লাব, শান্তিনগর বাজার, মৌচাক ফরচুং শপিং মল, খিলগাঁও জোড় পুকুর মাঠ, মির্জা আব্বাসের বাসা, গোপীবাগ মাহবুব আলী মিলনায়ন, মতিঝিল কলোনী কমিউনিটি সেন্টার, পল্টন মসজিদ, নয়াপল্টন পার্টি অফিস, গয়াগঞ্জ মোড়, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক, রায়সাহেব বাজার মোড়, নয়াবাজার পার্টি অফিস, বংশাল চৌরাস্তা ও নর্থসাউথ রোড।

৭ thoughts on “খালেদা জিয়া যেসব স্থানে খাবার বিতরণ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *