সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ফের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার মুসল্লির মৃত্যুর খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় অর্ধশতাধিক আহত হয়েছে।
শুক্রবার দেশটির দাম্মাম শহরে একটি শিয়া মসজিদে এই বোমা হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি।
আহম্মদ নামে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, তিনি তার পরিবারের সঙ্গে মসজিদের সামনেই ছিলেন। তবে তিনি বোমা বিস্ফোরণের কোনো কারণ জানেন না। তিনি শুধু বিস্ফোরণের দৃশ্য দেখেছেন।
তিনি জানান, শুক্রবারের জুমার নামাজ চলাকালে এই হামলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। কেউ কেউ অবশ্য এটি গাড়ি বোমা হামলাও হতে পারে বলে তিনি দাবি করেছে।
এর আগে গত শুক্রবার সৌদি আরবের পূর্বাঞ্চলে কাতিফ প্রদেশের আল কিদাহ গ্রামে ইমাম আলি মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও অন্তত ৭০ জন।
পরে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা দায় স্বীকার করে নেয়।
তথ্য সূত্র : রয়টার্স, আরব নিউজ, আল-জাজিরা।
Hossain Shahid Sarwardy liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Rumpa Tawfiq liked this on Facebook.
Kajol Khan Anees liked this on Facebook.
Kutub Uddin liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Mdsayfur Rahman liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.