মালয়েশিয়ায় গত সপ্তাহে থাইল্যান্ড সীমান্তের কাছে সন্ধান পাওয়া পাচারের শিকার মানুষদের নির্যাতনে ব্যবহৃত ক্যাম্পের সেই গণকবরগুলো থেকে অন্তত ১৩৯ লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার উপ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি টুংকু জাফর আল জাজিরাকে বলেন, আগে প্রতি কবরে একাধিক মৃতদেহ থাকার ধারণা করা হলেও মিলেছে একটি করে।
পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজার পর আমরা একটি কবরে একটি মতৃদেহ পেয়েছি বলেও বার্তা সংস্থা এএফকিকে জানান তিনি।
মুসলমানদের কবরস্ত করার মতোই মৃতদেহগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল বলেও জানান, মালয়েশিয় উপ স্বরাষ্ট্রমন্ত্রী।
থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন পারলিস রাজ্যের বনাঞ্চলে ১৩৯টি কবর ও ২৮টি বন্দীশিবিরের খোঁজ পাওয়ার কথা গত সোমবার জানায় মালয়েশীয় পুলিশ।
জানানো হয়, অভিযান চালিয়ে গত ১১ থেকে ২৩ মে’র মধ্যে এগুলোর সন্ধান পাওয়া গেছে।
বন্দীশিবিরগুলো বিদেশ গমনেচ্ছুদের নির্যাতনের জন্য ব্যবহার করত মানব পাচারকারীরা। মালয়েশিয়ায় ভাল চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের এনে শিবিরগুলোতে রাখা হতো।
আটকে রেখে নির্যাতন চালিয়ে বিদেশগামীদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করত মানব পাচারকারীরা। এ অবস্থায় অনেকেরই মৃত্যু ঘটেছে। মৃত্যুবরণকারীদের শিবিরের কাছেই বনাঞ্চলে কবরস্থ করা হতো।
এর আগে মালয়েশীয় সীমান্ত সংলগ্ন থাইল্যান্ডের শঙখলা প্রদেশে এ ধরনের ১৭টি নির্যাতন শিবির ও ২৬টি লাশের সন্ধান পাওয়া যায়।
এদিকে মালয়েশিয়া সরকার জানিয়েছে যে মানব পাচারকারীদের সাথে জড়িত থাকার অভিযোগে গত বছর খানেক সময়ে ১২জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আতিক/প্রবাস
Hossain Shahid Sarwardy liked this on Facebook.
Rezaul Reza liked this on Facebook.
Burhan Mirdha liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Mustafizur Talukder Muhit liked this on Facebook.
Mohammad Kofil liked this on Facebook.