ভারতে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ এই ধর্ষণের শিকার হলেন একজন নারী। শুধু তাই নয়, সন্তানের সামনেই ওই নারীকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে দেশটির উত্তর ২৪ পরগনার শাসনে। এ ঘটনায় পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করেছে।ধর্ষণ
ওই নারীর দাবি, বুধবার রাতে স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে গভীর রাতে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাড়ে তিন বছরের শিশুর সামনেই তাকে ধর্ষণ করে তারা।
বৃহস্পতিবার সকালে বোয়ালঘাটায় বাপের বাড়ি চলে আসেন নির্যাতিতা। তারপর শাসন থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত সাহাবুদ্দিন ওরফে ক্যাশকে। বাকি দুই দুষ্কৃতী পলাতক।
এর আগে, বুধবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয় চার অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটে না কাটেই এবার গণধর্ষণের অভিযোগ উত্তর ২৪ পরগনার শাসনে।
One thought on “এবার ছেলের সামনেই মাকে গন ধর্ষণ”