চট্টগ্রামে পুলিশি অভিযানে আটক ১০৮

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে চার শিবির কর্মীসহ ১০৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি এলজি ও দুই রাউণ্ড কার্তুজ এবং ২০ লিটার মদও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান আটকের বিষয়টি ‍নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটককৃতদের নিয়মিত মামলায় আসামি ১২ জন এবং সাজা পরোয়ানামূলে ৯২ জনকে আটক করা হয়েছে। বাকি চারজন শিবিরকর্মীকে নাশকতার মামলায় জেলার লোহাগাড়া ও সীতাকুণ্ড থেকে আটক করা হয়েছে।

৩ thoughts on “চট্টগ্রামে পুলিশি অভিযানে আটক ১০৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *