আ.লীগ নিজেদের ভালোবাসে না

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামীলীগ দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। অন্যদের মতো নিজেদের ভালোবাসে না, নিজেদের জন্য কাজ করে না। দেশ ও জনগণের জন্যে কাজ করে। আওয়ামী লীগ দেশে পরিকল্পিতভাবে কাজ করছে।’

বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মায় লঞ্চ ডুবিতে নিহত ৭৫ জনের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে দৌলতদিয়া জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে পদ্মায় লঞ্চডুবিতে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জন প্রতি এক লাখ পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত অলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিসেস কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নৌ দুর্যোগ ট্রাস্টি বোর্ডের সদস্য সাচিব আব্দুল আওয়াল। এতে অনান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিআইডব্লিটিএর অতিরিক্ত সচিব ভোলানাথ দে, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি মাঝ নদীতে এমভি নার্গিস নামে সারবাহী একটি কার্গো পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মোস্তফা লঞ্চকে ধাক্কা দিলে ৭৫ জন যাত্রী মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *