বিএনপির কাউন্সিলে থাকছে বড় চমক

জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছে ২০ হাজার নতুন মুখ। বিএনপির কাউন্সিলের সময় তাদের নাম ঘোষণা করা হবে। এ নতুন মুখগুলো কাউন্সিলের একটা বড় চমক হবে বলেও জানা গেছে। এরা বিএনপির সরাসরি সদস্য না হলেও গত তিন সিটি নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলন এবং চট্ট্রগাম উন্নয়ন পরিষদের ব্যানারে দলের হয়ে মাঠে কাজ করেছেন। এতে বিশিষ্ট নাগরিকসহ তরুণ প্রজন্ম রয়েছে। তাদের বিএনপিতে পদ-পদবী দিয়ে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলের হাইকমান্ডের সূত্র জানিয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ২৮ এপ্রিল ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ চট্ট্রগ্রাম সিটি নির্বাচনে বিএনপির দলীয় নেতাকর্মীদের বাইরে বিভিন্ন কাজে যোগ দিয়েছিলেন প্রায় ২০হাজার নতুন মুখ। ওই সময়ে মামলা -মোকাদ্দমা ,গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন হয়রানী উপেক্ষা করে তারা মাঠে কাজ করেছিলেন। বিএনপির প্রতি আনুগত্য দেখিয়ে তারা সক্রিয় ছিল নির্বাচনের দিন পর্যন্ত। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পোলিং এজেন্ট প্রায় ৫ হাজার এবং মীর্জা আব্বাসের প্রায় ৭ হাজার পোলিং তরুণরা কাজ করেছেন।

একই সঙ্গে চট্ট্রগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে কাজ করেছে ৫ হাজারের বেশি নেতাকর্মী। নির্বাচনের সময় মাঠে সক্রিয় নেতাকর্মীদের যে তালিকা করা হয়েছে ওই তালিকায় নতুন মুখ যোগ হয়েছে ২০ হাজার।

বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ওই নতুন মুখগুলোকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র।

বিশেষ করে দল কর্তৃক ঘোষিত কর্মসূচিতে সক্রিয়তার সঙ্গে অংশ নেয়া এসব সদস্যদের রাখা হয়েছে টপ লিস্টে। পাশাপাশি যোগ্য, মেধাবী, ত্যাগী ও তরুণরা পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপকালে এমনটাই আভাস পাওয়া গেছে।

দলটি নীতিনির্ধারকরা মনে করছেন, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন চাঙা রাখতে হলে আগামীতে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব নির্বাচনে সতর্ক থাকতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব মো শাহজাহান খান বলেছেন, ঢাকা ও চট্ট্রগ্রাম সিটি নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন কাজে শরীক হওয়া এবং দলের আর্দশের প্রতি অঙ্গীকারবদ্ধ সেই সব নতুন মুখকে দলের সদস্য পদ দেয়া হবে।

দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপারসন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সার্বিক দিক বিবেচনায় নিয়ে দল পুনর্গঠন করেন। আর এ প্রক্রিয়া অব্যাহত থাকলে তৃণমূলের পাশাপাশি উপকৃত হবে কেন্দ্রও।

আতিক/প্রবাস

২৬ thoughts on “বিএনপির কাউন্সিলে থাকছে বড় চমক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *