বগুড়ায় বিএনপির ১৪ দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে এসব কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, খাজা ইফতেথার হোসেন, অ্যাডভোকেট রাফি পান্না, ডা. মামুনুর রশিদ মিঠু, বিএনপি নেতা লাভলী রহমান, জাহিদ হোসেন দ্বারাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৯ মে (শুক্রবার) বাদ জুম্মা বগুড়া জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, ৩০ মে(শনিবার) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল সাড়ে ৬টায় জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কোরআন খতম, দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ এবং বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। একই ধরনের কর্মসূচি পালন করবে জেলার অন্যান্য  উপজেলা ও পৌর বিএনপি।

৩১ মে(রোববার) সকাল ১০টা থেকে জেলা বিএনপির কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) বগুড়া জেলা শাখা ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেক) শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূলে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।

১ জুন(সোমবার) বাদ যোহর বগুড়া শহর বিএনপির উদ্যোগে নিউ মার্কেট বড় মসজিদে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ, ২ জুন(মঙ্গলবার) বাদ আছর জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ৩ জুন(বুধবার) জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার  আয়োজনে কোরআন খানি, দোয়া মাহফিল ও বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, ৪ জুন(বৃহস্পতিবার) দুপুর ২টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে গওহর আলী বার ভবনে রয়েছে আলোচনা সভা।

৫ জুন(শুক্রবার) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে কোরআন খানি, দোয়া ও আলোচনা সভা, ৬ জুন(শনিবার) বাদ আছর জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখার আয়োজনে বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ৭ জুন(রোববার) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৮ জুন(সোমবার) সকাল ১০টা থেকে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজন করবে বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ব্লাড সুগার পরীক্ষা।

৯ জুন(মঙ্গলবার) বাদ যোহর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজনে ‘পাওয়ার হাউজ’ এর পেছনে মালগ্রাম মাদ্রাসাতুল মদিনায় দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ, ১০ জুন(বুধবার) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ১১ জুন(বৃহস্পতিবার) বাদ আছর দলীয় কার্যালয়ে জিয়া পরিষদ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১০ thoughts on “বগুড়ায় বিএনপির ১৪ দিনের কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *