চাচাত ভাইকে গলাকেটে খুন করল প্রজন্মলীগ নেতা

আওয়ামী প্রজম্ম লীগের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ ওয়াহেদুর রহমান বাদ্দু তার চাচাত ভাই মনির হোসেন শাহিদ (৪০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে। ঢাকার সূত্রাপুর কাঠেরপুল জাস্টিস লালমোহন দাস লেনে সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ৪৮ জাস্টিস লালমোহন রোডের মৃত জাহিদ হোসেনের ছেলে।

মনির হোসেনের চাচা শেখ শামসুল আলম জানান, কাঠেরপুলের জাস্টিস লেনে মনির হোসেনের চার তলা বাড়ি আছে। চাচাত ভাই শেখ ওয়াহেদুর রহমান বাদ্দুর সঙ্গে জমিজোমা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শাহিদের চাচাত ভাই ওয়াহিদ হোসেন বাদু তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন শামসুল আলম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, স্বজনেরা তাকে ঘ্টনাস্থল থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সরজমিনে দেখা যায় সাহিদের বাড়িতে ঢুকতেই প্রজম্ন লীগের বড় ব্যানার, সাহিদের বাবার জাগায় প্রজম্ন লীগের ক্লাব। অনেকের কাছে জানা যায় আওয়ামী প্রজম্ম লীগের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ ওয়াহেদুর রহমান বাদ্দু প্রজম্য লীগ ও ইয়াবার ব্যবসা করতো।

এলাকাবাসী জানায় মনির হোসেন শাহিদ যখন খুব ছোট তখন ওর মা কে হত্যা করে ওর বাবা ও দাদা মিলে… তারপর সাহিদের বাবা পাকিস্তান চলে যায়। এর পর থেকে এতিম হিসাবে চলাফেরা করতো…. সাহিদ খুব হেল্পফুল ছিলো। সবার জন্য কাজ করে দিতো । যেকেউ ডাকলেই তার বিপদে ঝাঁপিয়ে পরতো ।

11377317_951753644890834_3097284419901873386_n

11014818_951753738224158_7171191866350018213_n

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *