রাজধানীতে ২২ ডাকাত আটক

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় ২২ ডাকাতকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার গভীর রাতে লালবাগ, মতিঝিল ও মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাতদের কাছ থেকে পিস্তল, ককটেল, পামওয়েল তেল, ট্রাকভর্তি চাল, মাইক্রোবাস ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার জাহাঙ্গীর আলম সরকার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল গভীর রাতে লালবাগে ১২ হাজার লিটার পামওয়েল, দুই ট্রাক চালসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। নবকুমার ইন্সটিটিউট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে আজ লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

অপরদিকে, রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৩জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল গভীর রাতে অফিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১৩টি ককটেল, দু’টি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে ১১টায় এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

৩ thoughts on “রাজধানীতে ২২ ডাকাত আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *